ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিপক্ষ

ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?

কোপার শেষ আট

ক্রীড়া ডেস্ক : লাতিন আমেরিকার শ্রেষ্টত্বের লড়াই কোপা আমেরিকা। করোনা শঙ্কা উড়িয়ে দিয়ে চলছে শতবর্ষ পুরনো এই ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার সকালেই শেষ হয়েছে গ্রুপ পর্বের লড়াই। এবার নকআউট পর্ব। হারলেই বিদায়। সত্যিকারের লড়াই। স্বস্তির খবর ফেভারিটরাই জায়গা করে নিয়েছেন শেষ আটের লড়াইয়ে।

গ্রুপ এ ও বি থেকে এর মধ্যে ৮টি দল নিশ্চিত করল কোয়ার্টার ফাইনাল। শেষ আটে উঠেছে পেরু, প্যারাগুয়ে, ব্রাজিল, চিলি, উরুগুয়ে, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ইকুয়েডর। টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো-ভেনিজুয়েলা ও বলিভিয়া।

কোয়ার্টার ফাইনাল শুরু হবে ৩ জুলাই। শেষ হবে ৪ জুলাই। ‘এ’ গ্রুপ থেকে দুইবারের চ্যাম্পিয়ন চিলি চতুর্থ দল। ব্রাজিলের সামনে পড়েছে তারা। আর্জেন্টিনা প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চতুর্থ দল ইকুয়েডর।

আরো খবর ➔
প্রায় ৩ কোটি পোস্ট সরিয়েছে ফেসবুক