Dristy Anam

সাফল্যের পিছনের গল্প Behind the Success

জীবনে প্রতিটা সফলতার পেছনে থাকে ছোট ছোট হাজারো গল্প
সেই সব সাফল্যের পিছনের গল্প নিয়ে এম আর হেলালের আয়োজনে খুব শিগগিরি আসছে ইউটিউবে মেগা শো Behind the Success গ্রন্থনা ও উপস্থাপনায় এম আর হেলাল।

এম আর হেলাল জানান, এই শো’টা একটু ভিন্ন আঙ্গিকে করতে যাচ্ছি, যেখানে থাকছে এই প্রজন্মের নতুন সব জনপ্রিয় তারকা। বেশির ভাগই বয়সে নবিণ ও তরুন। তবে সব ধরনের মেধাবি তরুন তারকারা তাদের সাফল্যের পিছনের গল্প শেয়ার করবেন এই শো’তে।

আরো খবর ➔
ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?