সাকিব আল হাসান – ছবি : ইন্টারনেট

আমাকে ভুল বুঝবেন না : সাকিব আল হাসান

সাকিব আল হাসান – ছবি : ইন্টারনেট

সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তাদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তার ওই স্ট্যাটাস অনেক ভক্ত-সমর্থক দেখেছেন বাঁকা চোখে, অনেকে খুঁজে পেয়েছেন রাজনীতি। এসব মন্তব্য চোখ এড়ায়নি সাকিবেরও। পরে আরেক স্ট্যাটাসে এসে বলেছেন, ‘আমাকে ভুল বুঝবেন না।’

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থান করা দুই ফরম্যাটের বাংলাদেশ অধিনায়ক সাকিব বলেন, ‘আমার সকল ভক্তদের জানাচ্ছি যে আপনারা হয়তো আমার ব্যক্ত করা কথায় আমাকে ভুল বুঝছেন। দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমারো আপনাদের সবার মতো পরিবার আছে, যাদের নিরাপত্তা আমার কাছেও অনেক বেশি মূল্যবান। আমি আপনাদেরই একজন, আমি সব সময় আপনাদের সাথে ছিলাম, আছি এবং কথা দিচ্ছি ভবিষ্যতেও থাকব। আমি শুধু বলতে চাই যে, আপনাদের আন্দোলনকে একটি সঠিক ফলাফলে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সরকারকে সুযোগ দেয়া উচিত যেন সরকার খুব দ্রুত আপনাদের দাবি বাস্তবায়ন করতে পারে।’

তার আগের স্ট্যাটাসে সাকিব লিখেছিলেন, ‘যখন দেখলাম দুই ছাত্রের সহপাঠী থেকে শুরু করে সারা দেশের ছাত্রছাত্রীরা দোষীদের শাস্তি দাবি ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেছে, তখন গর্ববোধ করেছি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। দেশে থাকলে আমিই তোমাদের অটোগ্রাফ নেয়ার জন্য চলে আসতাম। তোমাদের সাধুবাদ জানিয়ে বলতে চাই, তোমাদের দাবি কার্যকর হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নিহত পরিবারকে আর্থিক সহায়তা ছাড়াও নিরাপদ সড়ক আইন করতে আন্তরিকভাবে কাজ করছেন। ইতোমধ্যে অভিযুক্ত পরিবহনের রুট পারমিট বাতিলসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ অবস্থায় তোমাদের কাছে বিনীত অনুরোধ করব ক্লাসে ফিরে পড়াশোনায় মনোনিবেশ করতে। তোমরা যা করেছ তা এদেশে ইতিহাস হয়ে থাকবে। এ অর্জন সফল হবে তোমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার মাধ্যমে। তোমাদের দাবি পূরণ হয়েছে এবং হচ্ছে। ব্যতয় ঘটলে আমাকে পাবে তোমাদের সাথে।’

সাকিবের ছাত্রদের ঘরে ফিরে যাওয়ার আহ্বানের পর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যাপক সমালোচনা শুরু হয়। উল্লেখ্য, সাকিব আল হাসানের রাজনীতিতে আসার গুঞ্জন রয়েছে। গত মে মাসে এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মাশরাফি মুর্তজা ও সাকিব আল হাসানের রাজনীতিতে আসার ইঙ্গিত দেন।

আরো খবর ➔
৯ বছর পর মাশরাফিদের অপেক্ষার অবসান